Saturday, 21 July 2012

পানকৌড়ি



পানকৌড়ি pankouri Indian cormorant
কাকের চেয়ে বড় কালো এই পাখিটি জলে ডুব দিয়ে মাছ ধরে বলে এদের ঠোট পা এবং লেজ হাঁসের মতো।
এর দুটো প্রজাতি বড় পানকৌড়ি ও ছোট পানকৌড়ি ।বড় পানকৌড়ি অপেক্ষাকৃত বিরল।
জলা জায়গার আশেপাশে এদের দেখা মিলবে। দল বেঁধে থাকে নদীতে, ঝিলে, হ্রদে। কুচকুচে কালো এদের গায়ের রঙ। এদের ঠোঁটের সামনের ভাগ বাঁকা। মাছ এদের প্রধান খাবার। মাঝে মধ্যে দলবদ্ধভাবে মাছ শিকার করে। প্রায়শই এদের গাছের ডালে বসে ডানা ছড়িয়ে রোদ পোহাতে দেখা যায়।বর্য়াকালে এরা গাছে কাকের মতো বাসা করে ডিম পাড়ে




(সব ছবি রানাঘাটের বাড়ী থেকে তোলা)

No comments:

Post a Comment